ইতালিতে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ
ইতালিতে পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির আওতায় না আনলে তীব্র প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারি দেশটির মুসলিম সম্প্রদায়।সম্প্রতি মনফালকন শহরে কোরআন পোড়ানো এবং নোংড়া ভাষায় অবমাননা করা হয়। এর প্রতিবাদে রোববার ভেনিসের মেসত্রের ভিয়া কোরসো দেল পপোলোর সামনে প্রতিবাদ সমাবেশ করেন,বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। মানবাধিকার সংগঠনের সভাপতি প্রিন্স হাওলাদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,হাফেজ আবদুস সালাম,মাকসুদ রহমান, আবদুর রহমান,আন্দ্রেয়া তোমাজিন ও পিয়ের আলেচ্ছান্দ্রসহ অনেকে। এসময় বক্তারা বলেন,ইতালির সংবিধানের ১৯ ধারায় সকল ধর্ম স্বাধীনভাবে পালন এবং প্রচারের অধিকার রয়েছে। অথচ দেশটির বিভিন্ন শহরে নামাজের স্থান নানা অজুহাতে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। প্রশাসনের ইন্দনেই ইসলাম বিদ্বেষীরা কোরআন অবমাননার সাহস পেয়েছে।