post
আন্তর্জাতিক

ইতালিতে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

ইতালিতে পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির আওতায় না আনলে তীব্র প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারি দেশটির মুসলিম সম্প্রদায়।সম্প্রতি মনফালকন শহরে কোরআন পোড়ানো এবং নোংড়া ভাষায় অবমাননা করা হয়। এর প্রতিবাদে রোববার ভেনিসের মেসত্রের ভিয়া কোরসো দেল পপোলোর সামনে প্রতিবাদ সমাবেশ করেন,বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। মানবাধিকার সংগঠনের সভাপতি প্রিন্স হাওলাদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,হাফেজ আবদুস সালাম,মাকসুদ রহমান, আবদুর রহমান,আন্দ্রেয়া তোমাজিন ও পিয়ের আলেচ্ছান্দ্রসহ অনেকে। এসময় বক্তারা বলেন,ইতালির সংবিধানের ১৯ ধারায় সকল ধর্ম স্বাধীনভাবে পালন এবং প্রচারের অধিকার রয়েছে। অথচ দেশটির বিভিন্ন শহরে নামাজের স্থান নানা অজুহাতে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। প্রশাসনের ইন্দনেই ইসলাম বিদ্বেষীরা কোরআন অবমাননার সাহস পেয়েছে।

post
বিনোদন

পর্তুগালে প্রবাসীদের কনসার্ট মাতাবেন আসিফ

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের কনসার্ট মাতাবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ২৪ জুলাই লিসবনের লিসবুয়া এও ভিভো হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্ট। কনসার্টের প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০ থেকে ২৫ ইউরো পর্যন্ত।লিসবনের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ কথা জানায় আয়োজক সংগঠন, কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল। এসময় লিসবনের জহির ক্যাশ এন্ড ক্যারীর স্বত্তাধিকারী জহিরুল ইসলাম,মাতৃভান্ডার মানিট্রান্সফারের স্বত্তাধিকারী কামাল হোসেন, ব্যবসায়ী জুয়েল ইসলাম,সংগঠনের সিনিয়র সহসভাপতি এনামুল হক, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক খাইরুল কবির সরকার শিমুল,সহসমাজ কল্যান সম্পাদক প্রান্ত সাহা, সদস্য শরীফুল ইসলাম ও দিদারুলসহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে, আসিফের আগমনকে ঘিরে বাংলাদেশী কমিউনিটিতে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

post
আন্তর্জাতিক

ব্রিস্টলে সুটকেস ভর্তি দু‘টি মরদেহ উদ্ধার; আটক-১

ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজ থেকে সুটকেস ভর্তি দু‘টি মরদেহ উদ্ধারের ঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার ভোরে ব্রিস্টলের টেম্পল মিডস স্টেশন থেকে ৩৪ বছর বয়সী ঐ ব্যক্তিকে আটক করে এ্যভন এন্ড সমারসেট আর্মড পুলিশ। আটক ব্যক্তিকে লন্ডনে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আর কাউকে খুঁজছেনা বলে জানিয়েছে মেট পুলিশ। গত বুধবার মধ্যরাতে ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজে সুটকেস নিয়ে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। টের পেয়ে এক ব্যক্তি সুটকেস রেখে পালিয়ে যায়। পুলিশ পশ্চিম লন্ডনের শেফার্ডবোশের একটি বাড়ি থেকে আরো দু‘টি মরদেহ উদ্ধার করে। বলা হচ্ছে উদ্ধারকৃত মরদেহের সাথে ব্রিস্টলের মরদেহের সংযোগ থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

post
অনুষ্ঠান

ইতালিতে চালু হলো বিসমিল্লাহ ফুড এন্ড রেস্তোরা

ইতালির সিসিলিতে দেশীয় খাবারের পাশাপাশি মুখরোচক খাবারের পরিবেশনা নিয়ে চালু হয়েছে বিসমিল্লাহ ফুড এন্ড রেস্তোরা।সিসিলির কাতানিয়ায় শুক্রবার সন্ধায় কমিউনিটি ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে রেস্তোরার কার্যক্রম শুরু হয়। দেশীয় খাবারের পাশাপাশি থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা ধরনের মুখোরোচক খাবার। ভর্তা, ভাত, মাছ, মাংশ, বিরিয়ানী, বোরহানী ছাড়াও নারীদের পছন্দের ফুছকা, চটপটি, হালিমসহ বাহারী খাবার। রেস্তোরার খাবারের গুনগত মান ভালো হলে ক্রেতাদের ভীড় বাড়বে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা।

post
অনুষ্ঠান

লন্ডনে শিরোনাম ম্যাগাজিনের প্রকাশনা উৎসব

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে 'শিরোনাম' ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী। প্রেস সেক্রেটারী মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন যথাক্রমে প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা এম এ মান্নান ,ডঃ এম এ আজিজ ,সাংবাদিক রহমত আলী ও নুরুল ইসলাম এমবিই। সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মোস্তফা, নজরুল ইসলাম হাবিবী, আজিজুল আম্বিয়া, শিহাবুজ্জামান কামাল, বদরুজ্জামান বাবুল ও কবি আসমা মতিন।

post
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনে রাশিয়াকে প্রতিরোধ করার লক্ষ্য

ন্যাটো সম্মেলনে রাশিয়াকে প্রতিরোধ ও ইউক্রেইনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের তিন দিনের সম্মেলনের প্রথম দুই দিনে এসব পরিকল্পনা করা হয়।যুক্তরাষ্ট্র ২০২৬ সালে জার্মানিতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে। রাশিয়া ইউরোপের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে বলে অভিযোগ করেছে ন্যাটো। রাশিয়ার এই হুমকি মোকাবেলায় জার্মানিতে দীর্ঘ পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত বড় ধরনের একটি পদক্ষেপ বলে মনে করছে তারা। এই সিদ্ধান্তের ফলে স্নায়ু যুদ্ধের পর থেকে ইউরোপের কোনো দেশে সবচেয়ে শক্তিশালী অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।

post
প্রবাস রাজনীতি

পর্তুগালে ১৪ বছর পর আওয়ামী লীগের সম্মেলন

পর্তুগালে ১৪ বছর পর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সম্মেলনে সাবেক সভাপতি জহিরুল আলম জসিমকে পূনরায় সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। এসময় জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে পর্তুগাল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

post
আন্তর্জাতিক

জার্মানিতে আশ্রয় শিবিরে বিস্ফোরণ; নারীর মৃত্যু

জার্মানির একটি আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি এখনো। নর্ডহাইডের বুখোলজের ওই শিবিরে অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত করার সময় এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, তদন্তের সময় হঠাৎ বিস্ফোরণে পুরো ভবনটিতে আগুন ধরে যায়। এতে অনেকে আহত হন, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দেশটির উত্তরাঞ্চল পুলিশ জানিয়েছে, আহতদের প্রয়োজন অনুযায়ী ঘটনাস্থলে এবং চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

post
প্রবাস রাজনীতি

ইতালিতে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ভেনিস শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কবিরউজ্জামান রোমানকে ইতালিতে সংবর্ধনা দেয়া হয়েছে।ইতালিতে আগমন উপলক্ষ্যে ভেনিসে বসবাসরত ভৈরববাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। ভৈরবের প্রবীণ মুরুব্বি সিরাজ হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, শহিদুল ইসলাম ও সোহেল মিয়া। অনুষ্ঠানে অতিথি ছিলেন, ভেনিস আওয়ামী লীগের তাজুল ইসলাম,মোস্তাক আহমেদ,শাহাদাত হোসেন, মশিউর রহমান,বিল্লাল হোসাইন,কুদ্দুস চৌধুরী,আবুল কালাম আজাদ,ডালিম মাহমুদ,মোস্তফা সৈয়াল কালু,ফকরুল চৌধুরী ও ফয়সাল আহমেদ। এতে বক্তব্য রাখেন, প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল মান্নান, ব্যবসায়ী মোবারক হোসেন, সুলেমান হোসেন,সুজন আহমেদ ,মোহাম্মদ সাফি,কাজী রোনাক,আব্দুর রশিদ ভূঁইয়া,রতন মিয়া,জহিরুল ইসলাম ও সজীব আল হোসাইন। এসময় আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।

post
অনুষ্ঠান

আয়ারল্যান্ড প্রবাসীদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যোগে কিলকেনির দি ওয়াটারসেড’য়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, কাউন্টি কিলকেনির মেয়র এন্ড্রু ম্যাকগিনিস, অল বাংলাদেশি এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সভাপতি ডাঃ জিন্নুরাইন জায়গীরদার, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার ও কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান। আবদুল মান্নান,কবির আহমেদ ও রবিউল আলমের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা আক্তার হোসেন। এসময় দুই বাংলাদেশি কাউন্সিলর কাজী মোশতাক আহমেদ ইমন ও আজাদ তালুকদার এবং ডেপুটি মেয়র কাজী ইমনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও অমর একুশে বইমেলায় প্রকাশিত ৬ লেখককে বিশেষ সম্মাননা জানানো হয়। তারা হলেন,ডা. জিন্নুরাইন জায়গীরদার,ড. ইসমেত জাকিয়া রহমান,সাজেদুল চৌধুরী রুবেল,সৈয়দ জুয়েল, কাজী মাহফুজ রানা ও ওমর এফ নিউটন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও কুমিল্লার পাশাপাশি বিভিন্ন জেলার প্রায় ৫শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। প্রবাসীদের জন্যে এমন আয়োজন করায় খুশি অতিথিরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.