যুক্তরাজ্যে বিক্রমপুর উৎসব অনুষ্ঠিত
মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইউকে ও প্রজন্ম বিক্রমপুর ইউকের উদ্যোগে বিক্রমপুর উৎসব অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের মেফেয়ার ভ্যানুতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিক্রমপুরের কৃতি সন্তান আন্তর্জাতিক সাঁতারে ইংলিশ চ্যানেল বিজয়ী মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, বার্কিং এন্ড ডেগেন হ্যামের মেয়র মইন কাদরী, এন্ডফিল্ড মেয়র মোঃ আমিরুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হালিম বেপারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজন্ম বিক্রমপুরের সভাপতি গাজী মোহাম্মদ ফারুক।