post
অনুষ্ঠান

যুক্তরাজ্যে বিক্রমপুর উৎসব অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইউকে ও প্রজন্ম বিক্রমপুর ইউকের উদ্যোগে বিক্রমপুর উৎসব অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের মেফেয়ার ভ্যানুতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিক্রমপুরের কৃতি সন্তান আন্তর্জাতিক সাঁতারে ইংলিশ চ্যানেল বিজয়ী মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, বার্কিং এন্ড ডেগেন হ্যামের মেয়র মইন কাদরী, এন্ডফিল্ড মেয়র মোঃ আমিরুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হালিম বেপারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজন্ম বিক্রমপুরের সভাপতি গাজী মোহাম্মদ ফারুক।

post
এনআরবি বিশ্ব

ওল্ডহ্যাম ডুয়েল ড্রাইভার ইউনিটির সভা

ওল্ডহ্যাম ডুয়েল ড্রাইভার ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহ্যাম এর রয়েল সুলতান ব্যাংকুইটিং হলে এ আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক খালিছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শফিক মিয়া। সভায় সংগঠনের কর্মকর্তারা বিগত এক বছরে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে ওল্ডহ্যাম কাউন্সিলের লাইসেনসিং অথরিটির সঙ্গে ওল্ডহ্যামে কর্মরত ট্যাক্সি ড্রাইভারদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন মো: রাজন,আলমগীর হোসেন,নানু মিয়া,আব্দুল কাইয়ুম কামালী, শাহ আলী হায়দর,কামাল আহমদ,শাহ ফিরুজ আলী,তখলিছ মিয়া,আবুল কালাম আজাদ,জাকি মস্তফা ও মো: আলী সমুজসহ আরও অনেকে।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেন-বেলজিয়াম দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি

ইউক্রেন ও বেলজিয়াম দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় ইউক্রেনকে ৩০টি এফ-সিক্টিন যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকসান্দার দ্য ক্রু চুক্তিতে সই করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এ বছর ইউক্রেনকে ৯৭ দশমিক ৭০ কোটি ইউরো সামরিক সহায়তা দেবে। এ ছাড়া ১০ বছর মেয়াদি এ চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম। এদিকে ব্রাসেলসে পৌঁছানোর আগে স্পেনের মাদ্রিদে যান জেলেনস্কি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে গতকাল সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজকে জোরদার করতে হবে।

post
অনুষ্ঠান

ইতালিতে যাত্রা করলো তাহেরা সুপার বাজার

বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ আরো বেগবান করতে যাত্রা শুরু করলো তাহেরা সুপার বাজার মিলান ইতালি। মিলানের প্রানকেন্দ্র ভিয়া পাদোভা নাইনটি ফোরে তাহেরা সুপার বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা কল্যাণ সমিতি মিলান ইতালির সভাপতি রিপন খান। আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বেপারী টিপু, লিপু বেপারী, শিপু বেপারী, টিটু বেপারী ও ফরহাদ মুন্সি। দোয়া মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ নাজমুল হোসেন সুরুজ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকসহ মিলান কমিউনিটির সদস্য ও প্রবাসীরা।

post
অনুষ্ঠান

যুক্তরাজ্যে বাংলা বর্ষবরন-২৪ অনুষ্ঠিত

যুক্তরাজ্যের ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে বাংলা বর্ষবরন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দুতালয় প্রধান এম নাজিরুজ্জামান ও শিল্পী বাড়ই এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিলো, পিঠা, পায়েস ও চটপটিসহ নানান ধরনের বাঙ্গালী খাবারের আয়োজন। শিশুদের জন্য ছিলো বিনোদনের ব্যবস্থা এবং বড়দের জন্য হাড়ি ভাঙ্গা ও মিউজিক্যার চেয়ারসহ বিভিন্ন খেলা।

post
অনুষ্ঠান

ফ্রান্স প্রবাসীদের বাংলা টিভির বার্ষিকী উদযাপন

বাংলা টিভির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে উৎসব উদযাপন করেছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা। প্যারিসের বাঙালি অধ্যুষিত গার্ড দো নড়ের কাচ্চি হাউসে এ আয়োজন করা হয়। ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা টিভির ফ্রান্স প্রতিদিন রাসেল আহমেদ। এসময় বাংলা টিভির বস্তুনিষ্ঠু সংবাদের প্রসংশা করে অতিথিরা জানান,প্রবাসীদের মূখ্পাত্র হিসেবে বহিঃবিশ্বে দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে স্যাটেলাইট টেলিভিশনটি। জানা যায়, ‘বিশ্বজুড়ে বাংলা’ স্লোগানে ২০১৭ সালের ১৯মে সম্প্রচারের মাধ্যমে, বাংলাদেশে পথচলা শুরু করে বাংলা টিভি। শুরু থেকেই বৈচিত্রময় ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয়,বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশির কথা তুলে ধরে, জনপ্রিয় গণমাধ্যম হিসেবে অবস্থান করেছে নিয়েছে বাংলা টিভি। ইউরোপসহ বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারেও খ্যাতি পেয়েছে বাংলাদেশের এই মিডিয়া প্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল কাশেম, ফ্রান্স বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, কুমিল্লা জনকল্যাণ সমিতির সভাপতি সাত্তার আলী সুমন, নরসিংদী জেলা কমিউনিটি ফ্রান্সের সভাপতি আলী আজম খান,সহ-সভাপতি মাসুদ হায়দার ও আক্তার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম জাভেদ, বাংলা টিভির কার্যক্রমকে প্রসংশা করেন।

post
অভিবাসন

ইতালিতে অভিবাসী নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ

ইতালিতে অভিবাসীদের অধিকার আদায়ের নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চুর মুক্তির দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী রোমের তরপিনাত্তারা এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা বলেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে নূরে আলম সিদ্দিকী বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, যা আদৌ সত্য নয়। ইতালির আইনকে সম্মান জানিয়ে তারা, সুস্ঠু বিচারের মাধ্যমে মুক্ত করার অনুরোধ জানান। এসময় সকলে তার মুক্তির স্লোগানে তরপিনাত্তারা এলাকা মূখরিত করে তুলেন। তার মুক্তির আন্দোলনে অসংখ্য প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি অংশ নেন ইতালিয়ানরাও।

post
অনুষ্ঠান

লন্ডনে ঈদ মেলা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের হোয়াইটচাপেলে ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের বার্ডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত ঈদ মেলায় নানা ধরনের পোষাক জুয়েলারিসহ খাবারের স্টল ছিলো। নাজ নাছিমার উদোগে দিনব্যাপী আয়োজিত মেলার উদ্ধোধন করেন এনফিল্ড কাউন্সিলের মেয়র মোহাম্মদ আমিরুল ইসলাম। ‌এসময় উপস্থিত ছিলেন কেমডেন বারার সাবেক মেয়র নাছিম আলী, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ স্থানীয় এমপি ও কাউন্সিলার।

post
শিক্ষা

রাশিয়াতে বাড়ছে বাংলাদেশিদের উচ্চ শিক্ষার আগ্রহ

রাশিয়াতে বাড়ছে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার আগ্রহ। বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তিসহ বিশেষ সুবিধা থাকায় সুযোগটি লুফে নিচ্ছেন তারা। পাশাপাশি স্বল্প খরচে শ্রমিক ভিসায় যাওয়ার সুযোগ থাকায় পুতিনের দেশটিতে বাড়ছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও। জানা যায়, প্রকৌশল বিদ্যায় শিক্ষা অর্জনের স্বপ্ন দেখা, শিক্ষার্থীদের পছন্দের দেশ রাশিয়া। উচ্চ শিক্ষা শেষে কেউ দেশে ফিরলেও, অনেকেই ধৃত হচ্ছেন, প্রযুক্তি নির্ভর দেশটিতে। বিশ্বের বৃহত্তম আয়তনের দেশ, রাশিয়াতে দিনদিন বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষা বৃত্তির পাশাপাশি খন্ডকালীন কাজের সুযোগ থাকায়, এই আগ্রহ শিক্ষার্থীদের। বিষয়টি জানিয়েছেন, রাশিয়ার বাংলা প্রেসক্লাবের সভাপতি বারেক কায়সার। তিনি বলেন, এছাড়াও পুতিনের দেশটিতে বাড়ছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও। সরকারের তত্বাবধানে স্বল্প খরচে যাওয়ার সুযোগ থাকায়, শ্রমিকের আগ্রহ বেশি উন্নত বিশ্বের দেশটিতে। স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকেই, রাশিয়াতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর আহবানে ততকালিন সোভিয়েত ইউনিয়নে শুরু হয়েছিলো এই সূচনা, বলেছেন এই প্রবাসী বাংলাদেশি।

post
অনুষ্ঠান

ইতালিতে প্রবাসীদের ঘুড়ি উৎসব

ইতালির বলোনিয়ায় প্রবাসীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ফেইজ ফ্যাশন উইক বলোনিয়ার কর্ণধার মুনিরা শেখ ও বাতেন দেওয়ান এর সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে বলোনিয়া প্রবাসীদের উপস্থিতিতে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী নানান আয়োজনে ঘুড়ি উৎসব ছাড়াও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,মহিলাদের মিউজিক্যাল গেইম এবং আকর্ষণীয় জামাই বৌয়ের কপালে টিপ্ প্রতিযোগিতা ছিল অন্যতম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউরোপ পার্লামেন্ট সংসদ প্রার্থী মারিয়া। এছাড়াও বলোনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিগনও উপস্থিত ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.