post
এনআরবি বিশ্ব

রাশিয়াকে চীনের সমর্থন ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করবে

রাশিয়াকে চীনের সমর্থন ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এশিয়া প্রশান্ত মহাসাগরের দেশগুলোকে আসন্ন ইউক্রেইন শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আহবান জানানোর সময় জেলেনস্কি একথা বলেন। এসময় সম্মেলন রাশিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি । জেলেনস্কি সিঙ্গাপুরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের একটি বৈঠকে অকস্মাৎ হাজির হয়ে বক্তব্য রাখেন। বৈঠকে ছিল চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানরাও। ইউক্রেইন নিয়ে আন্তর্জাতিক শান্তি সম্মেলন সুইজারল্যান্ডে হওয়ার কথা রয়েছে ১৫ ও ১৬ জুন।

post
এনআরবি বিশ্ব

বন্দিদের মুক্তির দাবিতে লন্ডনে বিক্ষোভ

ইউনাইটেড উই ব্রিং দেম হোম এর আহবানে রোববার লন্ডনে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহন করেছে বিপুল সংখ্যক মানুষ। এসময় তারা হামাস যেসব ইসরাইলী নাগরিকদের অপহরণ করেছে এবং এখনো ফেরত দেয় নি তাদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। অপহৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, দুই দেশের সংঘাতের বলি তাদের স্বজনরা। তারা তাদের ভালোবাসার মানুষদের ফেরত চান। এর জন্য ইসরাইলী সরকারকে দায়ি করে তারা বলেন, যুদ্ধ থামাতে হবে এবং হামাসের হাতে বন্দিদের ফেরত আনতে হবে। র‍্যালিতে অংশগ্রহন করেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরাইলের প্রেসিডেন্ট লর্ড পোলাক সিবিই ও ফ্রান্সের সাবেক ইসরাইলী এম্বাসেডর ডেনিয়েল শেখ।

post
অনুষ্ঠান

ইতালিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি নারীরা

ইতালির রাজধানী রোমের তরবেল্লা মোনাকা এলাকায় একটি বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরা। প্রবাসী নারী সংগঠন মহিলা অঙ্গনের সদস্যরা লাল-সবুজের পতাকা হাতে মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এতে নেতৃত্ব দেন মহিলা অঙ্গনের সভাপতি মনোয়ারা বেগম বেবী। বিদেশের মাটিতে নিজ দেশকে উপস্থাপন করা এবং বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার জন্যে এই অংশগ্রহণ বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য এবং ভাষা ও সংস্কৃতি ইতালিয়ান ভাষায় উপস্থাপন করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সন্তানেরা। আয়োজনে আরো ছিল- মুখরোচক হরেক রকমের বাঙালি খাবার, যা আকৃষ্ট করে উপস্থিত প্রবাসীদের।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেনে হামলা জোরদার করলো মস্কো

কিয়েভকে দেওয়া মার্কিন অস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহার করা হবে কি না, তা নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো। ইউক্রেনের সামরিক বাহিনী এসব হামলার তথ্য জানায়। ইউক্রেন জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় চারজন আহত হয়েছেন। এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে শত্রুরা ইউক্রেনে অন্তত ৫৩টি ক্ষেপণাস্ত্র ও ৪৭টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ৩৫টি ক্ষেপণাস্ত্র ও ৪৬টি ড্রোন ভূপাতিত করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আক্রমণের মুখে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন।

post
এনআরবি বিশ্ব

কিয়েভকে অস্ত্রের সংকেত দেওয়ায় রাশিয়ার ক্ষোভ

ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে তাদের অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দেওয়ার পর রাশিয়া তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়ার নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি বলছে, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখন্ডে আঘাত হানে, তবে মস্কো তার উপযুক্ত জবাব দেবে। রাশিয়ার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলেছে, তখন কোনো ভাঁওতাবাজি করেনি। পশ্চিমের সঙ্গে রাশিয়ার এই বিরোধ সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ বলেন, পশ্চিমের সঙ্গে মস্কোর সংঘাত সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে এবং এটি যে শেষ পর্যন্ত, বৈশ্বিক সংঘাতে গড়াবে না, তা কেউ উড়িয়ে দিতে পারে না।

post
সংবাদ

হাউজিং প্রজেক্টে ২১৯টি পরিবার পাচ্ছে নতুন ঘর

টাওয়ার হ্যামলেটস পপলার রিভারসাইড হাউজিং প্রজেক্টে প্রায় ২১৯টি পরিবার নতুন ঘর পাচ্ছে। ইতোমধ্যে অনেক পরিবার এই এফরডেবল রেন্টের ঘর বুঝে পেয়েছেন। এটি পূর্ব লন্ডনের আকর্ষনীয় প্রকল্প, যেখানে সর্বমোট ২হাজার ৮০০ ঘর দেয়া হবে। এছাড়া ৪টি ভবনে মোট ৬৪৩টি এফরডেবল হাউস, সোস্যাল হাউজিং এর বাসীন্দাদের হাতে তুলে দেয়া হবে। কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রথম ধাপের সমাপ্তি ও সেলিব্রেশন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। নির্মান প্রতিষ্ঠান বার্কলে হোমস হাউজিং এসোসিয়েশন পপলার হারকার মাধ্যমে এটি ডেলিভারী দিচ্ছে। নির্বাহী মেয়র এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বলেন, বারায় সবচেয়ে বেশী চাহিদা দু‘তিন বা চার বেডরুমের ঘর। এর অভাবে অনেক পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

post
অনুষ্ঠান

লন্ডনে কমিউনিটি ক্লিন-আপ দিবস অনুষ্ঠিত

পূর্ব লন্ডনের পপলার শাহজালাল মসজিদ কমিউনিটি কার্বন হ্রাস প্রকল্প কর্মসূচির অংশ হিসেবে প্রথম কমিউনিটি ক্লিন-আপ দিবস অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিপুল সংখ্যক মসজিদের মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় শিশুরা অংশগ্রহণ করেন। মসজিদের চেয়ারম্যান ফারুক আহমদের সার্বিক তত্বাবধান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক সুইদুল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী, ইমাম মাওলানা শাব্বির আহমেদ, হাফিজ সাদিকুর রহমান, সিস্টার ক্রিস্টিন ও সাবেক কাউন্সিলর সলিসিটর কাহার চৌধুরীসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

সাদিয়া হত্যার ঘটনায় মহিলা অভিযুক্ত

পূর্ব লন্ডনের লাইম হাউস এলাকায় ২১ বছর বয়েসী সাদিয়া আকতার হত্যার ঘটনায় ৪৪ বছর বয়েসী রাবিয়া আকতার নামে এক মহিলাকে অভিযুক্ত করেছেন আদালত। বৃহস্পতিবার বার্কিংসাইড ম্যাজিস্ট্রে কোর্ট এ রায় দিয়েছেন। মেট পুলিশ জানিয়েছে লাইম হাউস এলাকার র্যাডটক্লিফ লেনের একটি ঘর থেকে গত ২৩ মে দুপুর আড়াইটার দিকে পুলিশ ডাকা হয়। পুলিশ গিয়ে ২১ বছর বয়সী সাদিয়া আকতারকে অজ্ঞান অবস্থায় পায় এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে। একই সময় ৪০ বছর বয়সী রাবিয়া আকতার উদ্ধার কোরে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ঝুঁকিমুক্ত হলেও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

post
এনআরবি বিশ্ব

লন্ডনে সন্ত্রাসী হামলায় কিশোরীসহ আহত তিন

পূর্ব লন্ডনের হেকনিতে অস্ত্রধারী সন্ত্রাসী হামলায় ৯ বছরের এক কিশোরীসহ আহত হয়েছে তিনজন। গুরুতর আহত কিশোরীর জীবন সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। বুধবার দেশটির স্থানীয় সময় রাত আনুমানিক ৯টা বিশ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কিশোরীটি পরিবারের সদস্যদের সাথে ডালস্টনের কিংসল্যান্ড হাই স্ট্রীটের একটি রেস্টুরেন্টে ডিনার করছিলো। এছাড়া গুলিতে আহত হয়েছেন ২৬, ৩৭ এবং ৪২ বছর বয়েসী আরো তিন ব্যক্তি।

post
প্রবাস রাজনীতি

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশনের কমিটি

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশন নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতি পদে মোঃ জাহিদ মিয়া, সাধারণ সম্পাদক পদে লিটন আহমদ এবং বশির চৌধুরীকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে মোট ৫১ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জগলুল খাঁন। সংগঠনের উপদেষ্টা সাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন লিটন আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফউদ্দীন খালেদ। বিশেষ অতিথি ছিলেন লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার মিজান চৌধুরী, আহবাব হোসেন ও জাহেদ চৌধুরী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.