যুদ্ধ বন্ধে বাইডেনের পরিকল্পনা গ্রহণ ইসরায়েলের
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা ইসরায়েল গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান উপদেষ্টা ওফির ফক। ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফক নিশ্চিত করে বলেন, বাইডেনের প্রস্তাব মতো তারা একটি চুক্তিতে রাজি হয়েছেন। তবে তিনি এও বলেন যে, চুক্তিটি ভাল নয়। এটি ত্রুটিপূর্ণ। তবে তারা সব জিম্মির মুক্তি চান। বাইডেনের গাজা যুদ্ধবিরতি চুক্তির রূপরেখার খুঁটিনাটি বিষয় নিয়ে আরও কাজ করতে হবে বলে জানান ফক। তিনি বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হাতে থাকা সব জিম্মির মুক্তি এবং প্রাণঘাতী সন্ত্রাসী সংগঠন হিসাবে হামাসকে ধ্বংস করার শর্ত থেকে ইসরায়েল সরে আসেনি।