রাশিয়াকে চীনের সমর্থন ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করবে
রাশিয়াকে চীনের সমর্থন ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এশিয়া প্রশান্ত মহাসাগরের দেশগুলোকে আসন্ন ইউক্রেইন শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আহবান জানানোর সময় জেলেনস্কি একথা বলেন। এসময় সম্মেলন রাশিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি । জেলেনস্কি সিঙ্গাপুরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের একটি বৈঠকে অকস্মাৎ হাজির হয়ে বক্তব্য রাখেন। বৈঠকে ছিল চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানরাও। ইউক্রেইন নিয়ে আন্তর্জাতিক শান্তি সম্মেলন সুইজারল্যান্ডে হওয়ার কথা রয়েছে ১৫ ও ১৬ জুন।