প্রকাশ: ০১ এপ্রিল ২০২১ , ০৪:০৫ | নিউজরুম (টিএমএস)
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে তিনজন কৃষ্ণাঙ্গ নারী, একজন এশিয়ান আমেরিকান ও একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের বাছাই করা সম্ভাব্য বিচারকদের মধ্যে ব্যাপক বৈচিত্র লক্ষ্য করা গেছে, যা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বাছাইরের সম্পুর্ণ বিপরীত।
বাইডেন যাদের প্রাথমিক ভাবে বাছাই করেছেন সেই ১১ জনের মধ্যে তিনজনই কৃষ্ণাঙ্গ নারী।যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের নয়জন বিচারকের মধ্যে এখন পর্যন্ত কোনো কৃষ্ণাঙ্গ নারী নেই।
ওয়াশিংটনের আপিল আদালতের বিচারক হিসেবে বাইডেনের মনোনায়ন পেয়েছেন আফ্রিকান আমেরিকান কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন।
এ ছাড়া তিনি আরও দুজন আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গ নারীকে মনোনয়ন দিয়েছেন। তবে এই ১১ জন তখনই চূড়ান্তভাবে মনোনয়ন পাবেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট তাদের মনোনায়ন কে বৈধতা দিবে।
সিনেটে বৈধতা পেলে জাহিদ কুরাইশি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন মুসলিম ফেডারেল বিচারক। পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ কুরাইশি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাজিস্ট্রেট হিসেবে ডিস্ট্রিক্ট অব নিউজার্সিতে কর্মরত রয়েছেন।
এদিকে, উচ্চ আদালতের বিচারক নিয়োগের ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এরা সবাই আমেরিকান জাতির বৈচিত্রের প্রতিনিধিত্ব করছেন। নিজেদের ক্ষেত্রে এরা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য বলেও মন্তব্য করেন বাইডেন।