PeopleNTech Business Hosting
অভিবাসী সমস্যা নিরসনে অগ্রনী ভূমিকা পালন করবেন কামালা

অভিবাসী সমস্যা নিরসনে অগ্রনী ভূমিকা পালন করবেন কামালা


অভিবাসী ঢল নিয়ন্ত্রণের মত বড় এবং গুরুত্বপূর্ন দায়িত্ব পেয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। গতকাল বুধবার তার উপর এই গুরু দায়িত্ব অর্পণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, কামালা এই অভিবাসী সমস্যা নিয়ে কাজ করতে সম্মত হয়েছেন এবং এই দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেও কামালা হ্যারিস কাজ করে যাবেন।

মেক্সিকো এবং সেন্ট্রাল আমেরিকার নর্দান ট্রায়েঙ্গেলের দেশগুলো থেকে যে হাজার হাজার শরণার্থী উন্নত জীবনযাপনের আশায় যুক্তরাষ্ট্রে আসতে চান, তাদের ঢল নিয়ন্ত্রণে এখন থেকে অগ্রণী ভূমিকা পালন করবেন কামালা হ্যারিস। বাইডেনের সাথে বৈঠকের পর কামালা গনমাধ্যমকে জানিয়েছেন, কাজটি খুব একটা সহজ নয়। তবে তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সমস্যাটির সমাধান করার চেষ্টা করবেন।

এই দায়িত্ব কামালার জন্য খুবই গুরুত্বপুর্ন হিসেবে বিবেচিত হবে কারন তিনি নিজেও একজন অভিবাসী হিসেবেই যুক্তরাষ্ট্রে বড় হয়ে উঠেছেন । ক্যালিফোর্নিয়ার এই সাবেক অ্যাটর্নি জেনারেল অভিবাসীদের পক্ষের একজন অ্যাডভোকেট হিসেবেই পরিচিত।

অভিবাসীদের নিয়ে কাজ করা - ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রার্থী কামালার জন্য একটি বড় সুযোগ বা তার রাজনৈতিক জীবনের ক্ষতির কারন- যে কোন একটি হিসেবে প্রমাণিত হতে পারে। এর আগে আরোও অনেক প্রেসিডেন্টের জন্য অভিবাসী সমস্যা বেশ বড় একটি চ্যালেঞ্জ ছিল।

ওবামা প্রশাসনে থাকাকালীন বাইডেন নিজেও অভিবাসী সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। কামালা হ্যারিসকে এই অভিবাসী সমস্যা সমাধানের দায়িত্ব দিয়ে তিনি প্রমাণ করলেন যে বাইডেন প্রশাসন ইমিগ্র্যান্ট সমস্যাকে সর্বোচ্চ গুরুত্বপুর্ণ সমস্যার কাতারে ফেলছে। 

সর্বশেষ



G-Suite Email by Google Cloud

Ads


সংবাদ


Ads