প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১ , ০২:৩১ | নিউজরুম (টিএমএস)
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেনের প্রতিশ্রুতির অন্যতম ছিল তার মেয়াদ কালের প্রথম ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া। যুক্তরাষ্ট্রের জন্য আশার কথা এইটাই যে, জো বাইডেনের যে লক্ষ্য ছিল তা ৮২ দিনেই বাস্তবায়ন হয়েছে।
বাইডেনের ক্ষমতা গ্রহণের ১০০ দিন হতে এখনও বাকি আরো প্রায় দু সপ্তাহ। কিন্তু স্থানীয় সময় গত শুক্রবার পর্যন্ত মাত্র ৮২ দিনেই ১০০ মিলিয়ন করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ সম্পন্ন করতে পেরেছে বাইডেন প্রশাসন।
জানা গেছে, দেশের মোট প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় অর্ধেককে টিকার প্রথম ডোজ দেয়ার মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন চাকরি তৈরিরও রেকর্ড হয়েছে। শিথিল হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। প্রেসিডেন্ট জো বাইডেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের বেশ কিছু এলাকায় মহামারি এই ভাইরাসের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। ফলে আমেরিকানদের মাস্ক পরা ও অন্যান্য বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন।
এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিস তাদের নতুন নির্দেশনায় জানিয়েছে, যারা টিকার দুটি ডোজ নিয়েছেন তারা কোয়ারেন্টাইন ছাড়া ভ্রমণ করতে পারবেন। তবে তাদেরকে মাস্ক পরতে হবে।