PeopleNTech Business Hosting
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ফের হামলা

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ফের হামলা


আবারো হামলা করা হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে। গতকাল শুক্রবার দুপুরে এই হামলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য ও সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী গাড়ি নিয়ে ক্যাপিটল ভবনের কনস্টিটিউশন অ্যাভিনিউয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেন। এরপর ওই ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে ছুরি নিয়ে হামলার চেষ্টা চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ছুরিকাঘাতের শিকার হন। এরপর পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

সন্দেহভাজন হামলাকারীর নাম নোয়াহ গ্রিন। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে ক্যাপিটল পুলিশ।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, এখন পর্যন্ত এই হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে হচ্ছে নাবলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, ক্যাপিটলের এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই সহিংস হামলার কথা জেনে তিনি মর্মাহত। তিনি পুলিশ কর্মকর্তার মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর সম্মানে হোয়াইট হাউসের পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও উল্লেখ করেছেন।

অন্যদিকে, ডেমোক্রেটিক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি নিহত পুলিশ সদস্য ইভান্সকে শহীদ বলে আখ্যা দিয়েছেন।


সর্বশেষ



G-Suite Email by Google Cloud

Ads


সংবাদ


Ads