প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১ , ০৮:১০ | নিউজরুম (টিএমএস)
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর দুই কর্মকর্তার ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদন দেওয়ায় ওই দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরির এ সংক্রান্ত নির্বাহী আদেশ বাতিল করেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়।
আইসিসি-র প্রধান আইনজীবী ফ্যাতৌ বেনসৌদা এবং আদালতের বিচার বিভাগের প্রধান ফাকিসো মচোচোকো’র উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং পরে যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয় হোয়াইট হাউজ।