PeopleNTech Business Hosting
উইঘুর চীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছেঃ যুক্তরাষ্ট্র

উইঘুর চীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছেঃ যুক্তরাষ্ট্র


উইঘুর মুসলিমদের ওপর চীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর জিনজিয়াং-এ উইঘুর ছাড়াও অন্যান্য জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধেও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। জিনজিয়াং-এ নিয়মবহির্ভূতভাবে ১০ লাখেরও বেশি সাধারণ মানুষকে আটক করে রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধর্ষণ, নির্যাতনের পাশাপাশি বলপূর্বক সন্তান জন্মদানের ক্ষমতাও নষ্ট করে দেওয়া হচ্ছে। বাধ্যতামূলক শ্রম আর কঠোর নিষেধাজ্ঞা তো রয়েছেই।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার সংক্রান্ত এই প্রতিবেদনে বিশ্বের ১৮০টিরও বেশি দেশের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেন, ২০২০ সালের রেকর্ড প্রমাণ করেছে যে, বিশ্বের প্রতিটি অঞ্চলে মানবাধিকার ভুল পথে অগ্রসর হচ্ছে।

এদিকে চীনের নজরদারি থেকে রেহাই পাচ্ছে না বিদেশে বসবাসরত উইঘুর সম্প্রদায়ের সদস্যরাও। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও ওয়েবসাইট বানিয়ে, নজরদারি সফটওয়্যারের মাধ্যমে তাদের টার্গেট করেছিল চীনা হ্যাকাররা। এক পর্যায়ে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের কাছে বিষয়টি ধরা পড়ে। এতে ব্যবহৃত প্রায় শখানেক ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক কতৃপক্ষ।


সর্বশেষ



G-Suite Email by Google Cloud

Ads


সংবাদ


Ads