দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোঃ এমরাজ হোসেন সুমন(২৮) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন ফেনী জেলার দাগনভূইয়া পৌরসভার গ্রামের আবুল খায়েরের ছেলে।
নিহতের জেঠাতো ভাই সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ১০ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় যান সুমন। শুক্রবার সকালে আফ্রিকার বেষ্ট এরিয়ার ফালগুজ এলাকায় সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে ওই দেশের কালো সন্ত্রাসীরা তার নিজ দোকানের সামনেই তাকে অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমন সেখানে ষ্টেশনারী ও মুদি দোকান করতো।
এদিকে সুমনের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারে চলছে আহাজারি। এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুমনের ৫ মাস বয়সের এক পুত্র সন্তান রয়েছে।