এনআরবি লাইফ

জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের মাসব্যাপী ইফতার

post-img


জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের উদ্যোগে, নিউইর্য়কের কুইন্সের হিলসাইডে ১৬৮ স্ট্রিটে এবারও মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। গেল চার বছর ধরে জেবিওয়াইএফ -এর সদস্যদের অর্থায়ায়নে এ আয়োজনে করা হচ্ছে। প্রতি দিন গড়ে প্রায় ১২০ জন রোজাদারের জন্যে ইফতারের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে কমিউনিটির সকলকে পাশে থাকার আহবান জানিয়েছে সেবাধর্মী এ সংগঠনটি। মাসব্যাপী এ আয়োজনে, রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মো: কাশেম। সার্বিক সহযোগিতায় রয়েছেন জাসেম, সুমন, হাসান, অনিক, অনুপ, কাশেম, রনি, মিশু, মোবিন ও রিংকু সহ অনেকে। জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরাম বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের কাছে দায়িত্বশীল সংগঠনে পরিণত হয়েছে।

 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.