জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের উদ্যোগে, নিউইর্য়কের কুইন্সের হিলসাইডে ১৬৮ স্ট্রিটে এবারও মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। গেল চার বছর ধরে জেবিওয়াইএফ -এর সদস্যদের অর্থায়ায়নে এ আয়োজনে করা হচ্ছে। প্রতি দিন গড়ে প্রায় ১২০ জন রোজাদারের জন্যে ইফতারের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে কমিউনিটির সকলকে পাশে থাকার আহবান জানিয়েছে সেবাধর্মী এ সংগঠনটি। মাসব্যাপী এ আয়োজনে, রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মো: কাশেম। সার্বিক সহযোগিতায় রয়েছেন জাসেম, সুমন, হাসান, অনিক, অনুপ, কাশেম, রনি, মিশু, মোবিন ও রিংকু সহ অনেকে। জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরাম বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের কাছে দায়িত্বশীল সংগঠনে পরিণত হয়েছে।