PeopleNTech Business Hosting
ওমান প্রবাসীদের জন্য সুখবর দিলো দেশটির শ্রম মন্ত্রণালয়

ওমান প্রবাসীদের জন্য সুখবর দিলো দেশটির শ্রম মন্ত্রণালয়


ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিলো দেশটির শ্রম মন্ত্রণালয়। এখন থেকে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীরাও পুনরায় তাদের ভিসা নবায়ন করতে পারবেন। সেইসাথে আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রবাসীদের কাজের চুক্তি করার সময়সীমা বাড়িয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।

আজ এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত ওমানের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের এই সময়ের মধ্যে তাদের শ্রমিকদের কাজের চুক্তি নিবন্ধন করতে হবে।

এদিকে, ওমানের বেসরকারি খাতে প্রবাসী শ্রমিকদের বয়সসীমা ৬০ বছর বাতিল করতে একটি সার্কুলার জারি করেছে শ্রম মন্ত্রণালয়। এখন থেকে ওমানে বসবাসকারী প্রবাসীরা যাদের বয়স ৬০-এর বেশি তারা তাদের কাজের পারমিট পুনরায় নবায়ন করতে এবং বেসরকারি খাতে চাকরির সন্ধান করতে পারবেন।

শ্রম মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ নাসর আল হোসনি জানিয়েছেন, করোনা পরবর্তী অবস্থা বিবেচনায় দেশটিতে বসবাসরত ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের বেসরকারি খাতে কর্মী নিয়োগে প্রবীণ নাগরিকদের ভিসা নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদেরকে বেসরকারি খাতে নিয়োগের জন্য নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষG-Suite Email by Google Cloud

Ads


সংবাদ


Ads