প্রকাশ: ২৮ মে ২০২২ , ১৬:৫৯ | ঢাকা নিউজরুম (এজে)
মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে পয়লা বৈশাখ-১৪২৯। শুক্রবার (২৮ মে) দূতাবাসের উদ্যোগে মালদ্বীপে কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ, নাওমী নাহরীন আজাদ, মিশনের তৃতীয় সচিব মো. মিজানুর রহমান ভুঞা।
প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী গ্লোবাল রিচসের চেয়ারম্যান সিআইপি আলহাজ্ব সোহেল রানা, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান দুলাল হোসেন, ডা. খন্দকার লিয়াকত আলী হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং, ঢাকা ট্রেডার্সের চেয়ারম্যান বাবুল হোসেন, ফোর এল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হাদিউল ইসলাম, ইউএস বাংলা এয়ারলাইন্স মালদ্বীপ শাখার ম্যানেজার মো. শরিফুল ইসলাম, ফুড অ্যান্ড ফুড প্রাইভেট লিমিটেডের পরিচালক মো. নুরে আলম রিন্টু, এনবিএল মানিট্রান্সফার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হান্নান খান কবির, ম্যানেজার মাকসুদুর রহমান, স্কাইনেট ইসভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক মো. মানিক হোসাইন, প্রবাসী ব্যবসায়ী কাসেদুল ইসলাম প্রমুখ।
প্রবাসীদের এই মিলন মেলায় রাষ্ট্রদূত বলেন, সম্রাট আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন সবাইকে বাংলা তারিখের চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে হত। এর পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হত। এরই ধারাবাহিকতায় আমরা পয়লা বৈশাখ উদযাপন করি।
অনুষ্ঠানে প্রবাসী পেশাজীবী, শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃতীয় পর্বে বালিশ খেলার প্রতিযোগিতা শেষে লাকি ড্র অনুষ্ঠিত হয়।