PeopleNTech Business Hosting
শিশুদের ক্ষেত্রে কার্যকর ফাইজার-বায়োএনটেকের টিকা

শিশুদের ক্ষেত্রে কার্যকর ফাইজার-বায়োএনটেকের টিকা


ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য এই টিকা সম্পূর্ণ নিরাপদ ।

ফাইজারের টিকার মধ্য দিয়ে শিশুদের জন্যও কার্যকরী হিসেবে এই প্রথম কোন টিকার ঘোষনা এলো। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন খুব জলদিই জরূরী প্রয়োগের জন্য এই টিকার অনুমোদন দিবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২ হাজার ২৬০ কিশোর-কিশোরীর ওপর তিন ধাপে পরিচালিত ট্রায়ালে শতভাগ কার্যকারিতা এবং মজবুত অ্যান্টিবডি দেখিয়েছে ফাইজারের টিকা।

ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা বলেছেন, আগামী বছর শুরুর আগেই ১২-১৫ বছর বয়সী বাচ্চাদের যেন টিকার আওতায় আনা যায় সেই লক্ষ্যে কাজ করছে ফাইজার। টিকার ট্রায়ালে প্রাপ্ত ফলাফল ও তথ্য আগামী সপ্তাহে মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

যেহেতু এটি এখন পর্যন্ত শিশুদের জন্য একমাত্র টিকা তাই এই টিকার ট্রায়ালের তথ্য বিশ্বের অন্যান্য দেশের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার কাছেও জমা দেওয়ার পরিকল্পনা করেছে ফাইজার বায়ো-এনটেক।

ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে এমআরএনএ প্রযুক্তি দিয়ে এই টিকা তৈরি করা হয়েছে । গত বছরের শেষের দিকে এটি পশ্চিমা বিশ্বে অনুমোদন দেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে ১৬ বছরের উর্ধ্ব বয়সীদের দেহে এই টিকা প্রয়োগের অনুমোদন রয়েছে।


সর্বশেষ



G-Suite Email by Google Cloud

Ads


সংবাদ


Ads