ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইন থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৯ জন বাংলাদেশি শিক্ষার্থী। এরমধ্যে ২ জন জিপিএ ৫সহ শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। শতভাগ ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী এ শিক্ষার্থীরা।
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রাজধানী মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা পরিক্ষায় অংশ নেয়। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে অনুষ্ঠিত হয় পরীক্ষা। ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে। সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত প্রবাসের অভিভাবকরাও। বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য
অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস, ছাত্র-ছাত্রীদের এমন সাফল্য প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষও। ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।এসব তথ্য গনমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল সাহিদা বেগম।