জার্মানিতে নাগরিকত্ব আইন সংস্কারের বহু প্রতীক্ষিত খসড়াটি আজ ২৭ জুন থেকে কার্যকর হতে যাচ্ছে। নতুন এই আইনে দেশটিতে বসবাসরত সকল অভিবাসীরা খুব কম সময়ের মধ্যেই নাগরিকত্ব গ্রহন করতে পারবেন। জার্মানির পার্লামেন্টে নানা আলোচনা ও পর্যালোচনা শেষে আইনটি পাস হওয়ায় খুশী দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীসহ সকল অভিবাসীরাও।
জানা যায়, সারা বিশ্ব থেকে আসা অভিবাসীদের জন্য জার্মানিকে আকর্ষণীয় করে তুলতে ২০২৩ সালে দেশটির ক্ষমতাসীন জোট সরকার অভিবাসী আইনে ব্যাপক পরিবর্তন, সংশোধন ও নাগরিক হওয়ার পথ সহজ করার উদ্যোগ নেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এর পর ২৩ আগস্ট মন্ত্রিসভা এই আইনের খসড়ায় অনুমোদন দেয়ার পর আজ ২৭ জুন ২০২৪ থেকে আইনটি কার্যকর হবে প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার এই দেশটিতে।
কার্যকর হতে যাওয়া আইনটিতে এখন থেকে খুব সময়ের মধ্যে দেশটিতে বসবাসরত যেকোন নাগরিক নিজ দেশের নাগরিকত্ব বহাল রেখে আট বছরের পরিবর্তে মাত্র পাঁচ বছর এবং বিদেশী দক্ষ ও সুশিক্ষিত জনবল হিসেবে আসা যেকেউ পাঁচ বছরের পরিবর্তে মাত্র তিন বছরেই নাগরিকত্বের আবেদন করতে পারবে। সেক্ষেত্রে জার্মান সমাজে অন্তর্ভুক্তি, দেশটির মানুষ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা থাকাসহ জার্মান ভাষার দক্ষতাকে গুরুত্ব দিতে হবে সবার আগে। এমনকি বৈধভাবে বসবাসরত অভিবাসী বাবা মায়ের কোন সন্তান জার্মানিতে জন্ম নিলে সেই সন্তান শর্তহীন নাগরিকত্ব পাবে ।
তবে দেশটিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী কিংবা কোন শরণার্থী হিসেবে বসবাস করছেন, সরকারী সাহায্য নিয়ে জীবন ধারণ করছেন কিংবা সরকারকে কর দিচ্ছেন না এবং দন্ডপ্রাপ্ত কোন অপরাধী এমন অভিবাসী নাগরিকত্বের জন্য বিবেচিত হবেন না।
