দেশজুড়ে টানা তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরমে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে জনজীবনে।
সূর্যের প্রখর উত্তাপে, সবখানেই এখন প্রচন্ড গরম। কাজের জন্য বাইরে বের হওয়া লোকজনের যেন হাঁসফাঁস অবস্থা। গরম উপক্ষে করেই কাজ করথে হচ্ছে খেটে খাওয়া মানুষজনকে। নির্মাণ শ্রমিক,কৃষি শ্রমিক, ভ্যান-রিকশাচালকদের নাভিশ্বাস উঠেছে। প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে ঠান্ডা পানীয় বা শরবতের দোকানে বেড়েছে ভিড়। এদিকে, টানা গরম পড়ায় বাড়াছে মানুষের অসুস্থতা। প্রায় সব জেলা-উপজেলা হাসপাতালে প্রতিদিন বেড়েছে গরমে অসুস্থ রোগি। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। অতিরিক্ত তাপমাত্রার ভ্যাপসা গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করার এবং ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।