আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নেতৃস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ইউক্রেইন অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার আদালত বলেছে, শোইগু এবং গেরাসিমভ দুইজনই দুটি যুদ্ধাপরাধের জন্য দায়ী। বেসামরিক বিভিন্ন নিশানায় হামলা পরিচালনা করে ওইসব লক্ষবস্তুসহ বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন তারা। তাছাড়া, মানবতার বিরুদ্ধেও তারা অপরাধ করেছেন বলে অভিযোগ আছে।
