যুক্তরাষ্ট্র

পশ্চিম নিউইয়র্ক ঢাকা পড়েছে বরফে, জীবন বিপর্যস্ত

post-img

যুক্তরাষ্ট্র জুড়ে শীতকালীন ঝড়-বৃষ্টি ও বরফে ঢাকা পড়েছে বিভিন্ন অঞ্চল। বিশেষ করে নিউইয়র্কের পশ্চিমাঞ্চলের বাফেলো শহরের গাছপালা-দালান কোঠাও বরফে আচ্ছাদিত হয়ে পড়েছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে এই অঞ্চলে। 

ঠান্ডার মাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গেছে। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িগুলোতে আটকা পড়েছেন বাসিন্দারা। অনেক সড়কে যানবাহন আটকা পড়ে, গাড়িতেই অবস্থান করতে হচ্ছে আরোহীদের। আর উদ্ধারকারী সদস্যদের পক্ষেও অনেক স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। 

বাফেলোতে এমন তুষার-ঝড় কয়েক দশকেও দেখা যায়নি। সেখানে বাতাস ৭০ মাইল বেগে বইছে। কখনো কখনো তার চেয়েও বেশি। 

শনিবার স্থানীয় সময় বিকেল থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। যা রোববারেও অব্যহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক স্থান ছয় ফুট পর্যন্ত তুষারে ঢাকা পড়েছে। অনেক গাড়ি তুষারের নিচে চাপা পড়ে আছে। গাছগুলোও তুষারে ঢাকা। আর ব্যবসা বানিজ্য বন্ধ। পুরো অঞ্চলই এখন অচল। 

সরকারি দফতর থেকে সতর্ক করা হয়েছে রবিবার রাত পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.