যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ডের সদস্য হলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক কূটনীতিক ও শিক্ষাবিদ ড.ওসমান সিদ্দিকী। শুক্রবার হোয়াইট হাউজ থেকে এ ঘোষণা দেয়া হয়। বোর্ডটির অন্য সদস্যরা হলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জাতীয় গোয়েন্দা পরিচালক এবং মানবতা বিষয়ক জাতীয় কমিটির প্রধান। এছাড়াও এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ড. এম ওসমান সিদ্দিকী বর্তমানে দেশটির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। ১৯৯৯ সালে প্রেসিডেন্ট ক্লিনটন তাকে ফিজি, টোঙ্গা, টুবালু এবং নাউরু নামক দ্বীপ রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ২০০০ সালে ফিজির অভ্যুত্থানের সময় গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা ও দেশটির পুনর্বাসনে বিশেষ ভূমিকা পালন করেন ড. ওসমান। তিনি বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছোট ভাই।