স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কাতালোনিয়া’র ২০২৪-২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বার্সেলোনার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন, সংগঠনটির সাবেক সভাপতি সুরুজ্জামান জামান। এসময় নির্বাচনকালীন সমন্বয় কমিটির প্রধান আব্দুল বাছিত কয়ছর, সদস্য আব্দুল জব্বার ও সদস্য মো. রফিক উদ্দিন উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে করিম আলীকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, রেদোয়ান হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও ছালেহ আলীকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়। এবিষয়ে সমন্বয় কমিটির প্রধান আব্দুল বাছিত কয়ছর জানান, সংগঠনটির নতুন কমিটি গঠনের লক্ষ্যে, দীর্ঘ প্রায় তিন মাস ধরে সমন্বয়ের চেষ্টা করা হয়েছে। নানা আলোচনা শেষে নতুন কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হয়।