পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী সাংবাদিক ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শুক্রবার ইসমাইল হোসেন জুয়েল, জাবেদ মাহমুদ ও আরিজ আলী নামে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।
গেল দুই মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র সাংবাদিক রনিকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে ১৯ জুন রাতে লার্গ দা ইনতেন্দেন্তে ইসমাইল হোসেন জুয়েলের নেতৃত্বে কয়েকজন এই হামলা চালায়। জানা গেছে, জুয়েল পর্তুগাল আওয়ামী লীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এবং জাবেদ মাহমুদ ও আরিজ আলীও একই দলের সদস্য। ইতিমধ্যে হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, সাংবাদিক রনির উপর হামলার ঘটনায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পর্তুগাল বাংলাদেশ ক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন,ব্যক্তি পর্যায়ের সমস্যা থেকে সাংবাদিকদের প্রতিপক্ষ বানাচ্ছে হামলাকারীরা।
