কাতারের গারাফা পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বাংলাদেশী প্রতিষ্ঠান ভৈরব রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, ওমর ফারুক, আব্দুল্লাহ আবু বক্করকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বিসিকিউর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার খন্দকার আবু রায়হান ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন আলী।