প্রকাশ: ২২ মে ২০২২ , ১৩:০৩ | ঢাকা নিউজরুম (এজে)
ইতালি আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
সম্প্রতি রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কে এম লোকমান হোসেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে তিনি তার জীবনকে বাজী রেখে দেশের মানুষকে একটি সুখী ও সমৃদ্ধি জীবন দিতেই তিনি ফিরে আসেন বাংলাদেশে। দক্ষ ও বিচক্ষণতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে গেছেন নিরলস ভাবে আর তাই তো দেশ আজ বিশ্বের মানচিত্রে এক নামে পরিচিত।
রোমে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের গল্প শোনালেন রাষ্ট্রদূত রোমে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের গল্প শোনালেন রাষ্ট্রদূত
তারা আরও ও বলেন, দেশে ও প্রবাসে সকল মুজিব বাহিনীকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আহ্বান জানিয়েছেন।