সংযুক্ত আরব আমিরাতে পরিবার নিয়ে বসবাস করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। দেশটিতে রয়েছে দুইটি বাংলা স্কুল,যেখানে নতুন প্রজন্মের বাংলাদেশি শিক্ষার্থীরা মাতৃভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন। তবে, বেশিরভাগ বাংলাদেশিদের মাঝে বাংলা ভাষার চর্চা নেই বললেই চলে। ফলে দেশের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস থেকে দূরে থাকছে এসব শিশু কিশোররা।
সংযুক্ত আরব আমিরাত প্রায় দশ লাখেরও বেশি প্রবাসীর বসবাস। এদের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন অনেকে। আর এসব বাংলাদেশিদের সন্তানরাও বড় হচ্ছেন ভিন্ন সংস্কৃতিতে। বাংলা ভাষা ও শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে ভিন দেশী স্কুল কলেজে লেখা পড়া করছেন তারা।
আমিরাতে অবস্থানরত নতুন প্রজন্মকে মাতৃভাষা-সংস্কৃতি শেখাতে ভাষা ও সংস্কৃতি চর্চাকেন্দ্র প্রতিষ্ঠাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এগিয়ে আসার আহবান জানান বাংলাদেশিরা।
নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করার আশ্বাস দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
এসময় তিনি প্রবাসীর সন্তানদের মাঝে বাংলা ভাষা,সংস্কৃতি ও ইতিহাস পৌঁছে দিতে মা বাবাসহ পরিবারের সকলকে এগিয়ে আহবান জানান।