তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১১ জন মারা গেছেন।
শুক্রবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিন ও দিয়ারবাকির প্রদেশের বেশ কয়েকটি গ্রামে এই দাবানল ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। জানা যায়, বৃহস্পতিবার দিনের শেষে দিয়ারবাকিরের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। জোরালো বাতাসের কারণে তা দ্রুত আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে দাবানলের আকার ধারণ করে। পরে ঘটনাস্থলে জরুরি সেবাদাতা দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়।