PeopleNTech Business Hosting
ভার্জিনিয়ার লর্টনে আগুনে পুড়ে ছাই হলো একটি বাড়ি

ভার্জিনিয়ার লর্টনে আগুনে পুড়ে ছাই হলো একটি বাড়ি


upload news

ভার্জিনিয়ার লর্টনে একটি বড় আকারের বাড়ি আগুনে পুড়ে গেছে। ফেয়ারফ্যাক্স কাউন্টির বাড়িটি পুরোটাই ছাই হয়ে গেছে। তবে ভেতরের বাসিন্দারা আগেই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

দমকলের কর্মীরা আগুন নেভাতে এসে দেখতে পান বাড়িটির চারদিক থেকেই দাউ দাউ করে আগুন জ্বলছে।

ফেয়ারফ্যাক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস এর একজন মুখপাত্র বলেছেন, রাত ২টা ৩০ মিনিটের দিকে রিভার রোডের ১১৩০০ ব্লকের বাড়িটিতে আগুন লাগার খবরটি তাদের কাছে আসে।

এরপর ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে দোতলা বাড়িটি পুরোপুরি ধসে পড়ে। তবে কাছাকাছি আর কোনো বাড়িতে আগুন ছড়ায়নি।

ফায়ারের ব্যাটেলিয়ন চিপ টড বারবকে উদ্ধৃত করে একটি খবরে বলা হয়েছে, বাড়িতে একটু ভেতরের দিকে। মাত্র ১৪ বছর আগে এই এলাকায় ফায়ার হাইড্রেন বসানো হয়।

বারব মনে করেন, বাড়িটির বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।

ফায়ারফাইটার বা বাড়ির বাসিন্দাদের কেউ জখম হননি এমনটা নিশ্চিত করেন মি. বারব। তবে বাড়িটির আর কিছুই অবশিষ্ট নেই।

অন্তত ২০টি অগ্নিনির্বাপক ইউনিট এখানে আগুন নেভাতে কাজ করে।



Ads