এনআরবি প্রজন্ম

কানাডায় নতুন প্রজন্মকে যুক্ত করে অমর একুশে উদযাপনের প্রস্তুতি

post-img

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানা আয়োজন চলছে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রতিবারের মতো এবারও বিশেষ কর্মসূচি নিয়েছে ‘বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’।

সম্প্রতি সংবাদ সম্মেলন করে এবারের একুশের অনুষ্ঠানে কী কী থাকছে সে বিষয়ে বিস্তারিত জানান আয়োজকরা।

এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত বসু।

তিনি জানান, এবারের একুশের অনুষ্ঠানে থাকছে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ক্যালগেরির বিশিষ্ট লেখকদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন, শিশু কিশোর ও ক্যালগেরির স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সহ-সভাপতি মোঃ কাদির ও মোঃ নজরুল ইসলাম এবং যুগ্ন সাধারণ সম্পাদক তাসফিন হোসেন।

রশিদ রিপন এসময় জানান, প্রবাসে বাংলা ভাষার চর্চা ও নতুন প্রজন্মের মাঝে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা তুলে ধরতে এবারও শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

তিনি বলেন, 'নানা প্রতিবন্ধকতার মাঝেও যেন বাংলা ভাষার চর্চা অব্যাহত থাকে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।'

প্রবাসে যেকোনো মূল্যে মাতৃভাষার মর্যাদা কে সমুন্নত রাখার আহ্বানও জানিয়েছেন।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সহ-সভাপতি মো. কাদির বলেন, বাংলাদেশি কমিউনিটির সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, আসুন আমরা সবাই একমত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানাই ও বাঙালি চেতনায় উদ্বুদ্ধ হই।’

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির যুগ্ন-সাধারণ সম্পাদক তাসফিন হোসেন আমাদের গর্ব, আমাদের অহংকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সুদুর কানাডায় বসেও এই দিবস উদযাপন করতে পারছি সেটি গর্বকে আরও বাড়িয়ে দিয়েছে।  

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.