মূল্যস্ফীতির কারণে ঈদ উদযাপন ব্যাহত হয়েছে,বিএনপির এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঈদুল আজহায় এক কোটি ৪০ লাখের বেশি কোরবানি হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। দেশে মূল্যস্ফীতি আছে,তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কমানোর চেষ্টা করছেন বলে জানান আওয়ামী লীগের এ শীর্ষ নেতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি হবে কি না সে বিষয়ে জানা নেই। তবে দুই দেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার কথা জানান ওবায়দুল কাদের। আর বিএনপি সার্বভৌমত্বে আঘাত হানার যেসব অভিযোগ করছে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।