খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসে খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় সড়কের দুপাশে আটকা পড়ে ছিলো বহু যানবাহন।
শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারার পুলিশ বক্সের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকে পড়া যাত্রীরা জানান, সকালের দিকে সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়ে যাওয়ার ফলে ২ ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিলো। সড়কের মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস।
তাছাড়া ক্রমাগত বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙে পড়ার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে মাটিরাঙ্গা বিদ্যুৎ অফিস।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন ও জিবক কান্তি বড়ুয়া জানান, রাত থেকে ক্রমাগত বৃষ্টির কারণে কয়েকটি বড় গাছ ভেঙে ও পাহাড় ধসে বিস্তৃত মাটি সড়কে পড়ে যায়। ফলে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।