সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা ওয়াদী আলরীমে ঈদ ফেস্টিভাল আয়োজন করা হয়েছে।
বিভিন্ন দেশের সাথে আগামী আঠারো ও উনিশে এপ্রিল বাংলাদেশী সংস্কৃতি তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশী বাংলা ব্যান্ড ও বাংলাদেশ রিয়াদ থিয়েটারের পরিচালনায় নৃত্য, সংগীত ও দুটি নাটকসহ নানা আয়োজনে মাতিয়ে রাখবেন শিল্পিরা। প্রায় পাঁচ হাজার দর্শনার্থী ধারন ক্ষমতা সম্পন্ন এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও স্থান পাবে শিশুদের খেলাধুলা, রকমারি কাপড় ও মুখরোচক বিভিন্ন খাবারের দোকান।