সংবাদ

গরম আপাতত কমার কোন লক্ষণ নেই: আবহাওয়া অধিদপ্তর

post-img

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। এ কারণে ভ্যাপসা গরম পড়েছে। এ অবস্থায় জনজীবনে হাঁসফাঁস অবস্থা। আবহাওয়া অধিদপ্তর বলছে গরম আপাতত কমার কোন লক্ষণ নেই। আরও কয়েকদিন থাকতে পারে এই অবস্থা। এদিকে, গরম থেকে বাঁচাতে রাস্তার পাশের ঠান্ডা পানীয় পান করেছেন অনেকে, গরমে বাড়ছে ডাইরিয়াজনিত রোগ।

গ্রীষ্মের তাপদাহ পুড়ছে জনজীবন। বৈশাখ আসতেই গরমের ছাপ কমবেশি সারাদেশে। রাজধানীতেও কয়েকদিনে ধরে বেশ গরম পড়েছে।

ঢাকার পথঘাটে দৈন্দন্দিন জীবনযাত্রায় ভ্যাপসা গরমে যেন হাঁসফাঁস অবস্থা।

সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মেহনতি মানুষ। তীব্র গরম উপক্ষো করেই পরিবারের জন্য আয় করতে হয় তাদের।

গরমে তৃষ্ণা মেটাতে যাত্রী ও পথচারীরা রাস্তার পাশে বিভিন্নরকম ঠান্ডা পানীয় পান করেছেন।

এদিকে, গরমের কারণে বেড়েছে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ। রাজধানীর আইসিডিডিআর’বি ভর্তি হয়েছেন এমন অনেক নতুন রোগি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গরম এখনই কমবে না। চলমান তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.