ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একাধিক ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
রোববার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, সুলাওয়েসির তানা তোরাজা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সময় ভূমিধসের ঘটনা ঘটে। এতে দু’টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। চারটি বাড়ি ধ্বংস হয়ে অন্তত ১৪ জন নিহত হয়। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে কতোজন নিখোঁজ রয়েছে তার বিস্তারিত জানাননি তিনি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত দু‘জন নিখোঁজ রয়েছে।