পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও সমুদ্র সৈকত ভ্রমণ করেন আল মাষ্টার গ্রুপ কাতার।
দেশটির উত্তরাঞ্চলীয় শহর আল-গোরিয়া সমুদ্র সৈকতে দিনব্যাপী বিভিন্ন রকম খেলাধুলা ও প্রীতি ফুটবল ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আল মাস্টার গ্রুপের কর্মীদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে বিজয়ী দল ও খেলায় অংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার ট্রফি তুলে দেন আল মাস্টার গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন আল মাস্টার গ্রুপের ম্যানেজার আজিজুল ও মিডিয়া উপদেষ্টা এম এ সালাম।