ওমানের রাজধানী মাস্কাটে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সমিতি ওমানের মিলনমেলা, শীতকালীন পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়া চট্টগ্রাম সমিতি ওমান প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে বার্ষিক মিলনমেলা ও পিঠা উৎসবের। পিঠা উৎসব ঘিরে প্রবাসীরা মেতে উঠেন অনন্দ উল্লাসে। চট্টগ্রাম সমিতি ওমানের সিনিয়র জয়েন্টে সেক্রেটারি জামাল চৌধুরী সঞ্চলনায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী সিআইপি। আয়োজক কমিটির আহবায়ক ছিলেন সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম। ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। এসময় অনুষ্ঠানে অংশ নেন ওমানের বৃহৎ আরেক সংগঠন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ। ক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম সমিতি ওমানের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমিতি ওমান, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, বাংলাদেশ স্কুল মাস্কাট, বাংলাদেশ বিমান, ওমান আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেন নিউ পাঞ্জা পলিক্লিনিক।