শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায়, যুক্তরাজ্যে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ-ওসমানীনগরবাসী। আনন্দ সভায় সভাপতিত্ব করেন আজাদ বক্স চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফ। সভায় শামিম আহাম্মেদ ও যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক জামাল আহাম্মেদ খানসহ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহন করেন।