PeopleNTech Business Hosting
পিইসিবির সঙ্গে অংশীদারীত্বের চুক্তি স্বাক্ষর পিপলএনটেক'র

পিইসিবির সঙ্গে অংশীদারীত্বের চুক্তি স্বাক্ষর পিপলএনটেক'র


upload news

পিপলএনটেক এবার অংশীদারীত্বের চুই স্বাক্ষর করেছে পিইসিবি'র সঙ্গে। উত্তর আমেরিকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে আইএসও'র মান বজায় রেখে কাজ করতে সহায়তা করাই এই চুক্তির লক্ষ্য।

পিইসিবি আইএসও/আইইসি ১৭০২৪ এর আওতায় শিক্ষা ও সনদ বিতরণকারী প্রতিষ্ঠান। বিশ্ব পর্যায়ে এই প্রতিষ্ঠানটি শিক্ষা, প্রশিক্ষণ, পরীক্ষা ও সনদ বিতরণের কাজ করে আসছে। তথ্য-প্রযুক্তি জগতে আন্তর্জাতিকভাবে পেশাদারী অ্যাক্রেডিটেশন সনদ দেয় পিইসিবি।

অন্যদিকে পিপলএনটেক একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যা যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকায় দুই দশক ধরে আইটি দক্ষতা বৃদ্ধিতে সুনামের সাথে কাজ করে আসছে। এরই মধ্যে পিপলএনটেক বিভিন্ন শাখায় প্রশিক্ষণ দিয়ে আইটি কর্মবাজারে ৮০০০ এর বেশি কর্মশক্তি সরবরাহ করেছে। যারা মধ্যম থেকে উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করার দক্ষতা নিয়েই কর্মজগত ঢুকছেন।

"পিপলএনটেক'র সঙ্গে অংশীদারীত্ব আমাদের গ্রাহকদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষ হিসেবে তৈরি করার সুযোগ করে দেবে," চুক্তি স্বাক্ষর উপলক্ষে বলেন পিইসিবি'র সিইও টিম রামা।

এই অংশীদারীত্ব পিইসিবি'র প্রশিক্ষণ নেওয়ার পর প্রশিক্ষণার্থীদের প্রত্যাহিক জীবনের চ্যালেঞ্জগুলোা মোকাবেলা এবং ক্যারিয়ার তৈরিতে তা কাজে লাগানোর বিষয়ে অবদান রাখবে, বলেন মি. রামা।

পিইসিবি'র শিক্ষার্থীদের আইটি সার্টিফিকেশনের বৃহত্তর সুযোগ তৈরিতে পিপলএনটেক এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভূমিকা রাখবে, যোগ করেন পিইসিবি সিইও।

যৌথ অংশীদারীত্বের অংশ হিসেবে পিপলএনটেক এবং ডব্লিউইউএসটির শিক্ষার্থীরাও নিতে পারবে পিইসিবি'র প্রশিক্ষণ। যার সুফল হিসেবে ডব্লিউইউএসটির গ্রাজুয়েটদের কর্মজগতে কাজের সুযোগ যেমন সৃষ্টি হবে তেমনি তারা কাজে উন্নতিও করবে। 


Ads