বিশেষ প্রতিবেদন

কিশোরগঞ্জে আলপনায় বৈশাখ

post-img

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে, গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর প্রত্যয়ে শুরু হলো, আলপনায় বৈশাখ-১৪৩১ উৎসব।

মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত, ১৪ কিলোমিটার সড়কে শুক্রবার বিকেলে আলপনা অঙ্কনের মধ্য দিয়ে শুরু হয় আলপনায় বৈশাখ। এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড,বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস এর যৌথ উদ্যোগে এই আলপনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক,এশিয়াটিক-সিক্সটি'র চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এমপি,ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদসহ অন্যরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.