PeopleNTech Business Hosting
গ্রিসে পৌঁছানো হলো না তানিলের, তুরস্কে তীব্র ঠাণ্ডায় মৃত্যু

গ্রিসে পৌঁছানো হলো না তানিলের, তুরস্কে তীব্র ঠাণ্ডায় মৃত্যু


upload news

বরফের মধ্যে পড়ে আছে এক যুবকের মৃতদেহ, এমন একটি ছবি গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। খোঁজ নিয়ে যায়, ওই যুবকের নাম তানিল আহমদ। তিনি একজন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি।

ইরান থেকে তুরস্ক যাওয়ার পথে প্রচণ্ড ঠাণ্ডায় তার মৃত্যু হয়েছে। নিজের ভবিষ্যৎ ও পরিবারের হাল ধরতে ইউরোপের দেশ গ্রিস পাড়ি দেয়ার পরিকল্পনায় তিনি এই পথে যাত্রা শুরু করেছিলেন।

মৃত তানিল আহমদ (২২) সিলেটের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

বিভিন্ন সূত্রে জানা যায়, মৃত গিয়াস উদ্দিনের ৫ ছেলের মধ্যে তানিল আহমদ সবার বড়। বড় ছেলে হিসেবে অল্প বয়সেই পরিবারের হাল ধরতে হয় তানিলকে। নিজের ভবিষ্যৎ গড়া আর পরিবারের স্বপ্ন পূরণে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেন তানিল। তার স্বপ্ন ছিল প্রথমে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার। সেই স্বপ্নেই কয়েক মাস আগে ইরানে যান।

ইরানে গিয়ে এক দালালের সঙ্গে পরিচয় হয়। দালালের সাথে চুক্তি হয় অবৈধ পথে তুরস্কে পাঠানোর। একপর্যায়ে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তানিল ও তার সঙ্গীরা। ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে গত ৯ জানুয়ারি একটি পাহাড়ে বরফের মধ্যে তীব্র শীতে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। পরে বরফের মধ্যে পড়ে থাকা তার ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তার সঙ্গে থাকা অন্যান্য অভিবাসন প্রত্যাশীরা।

ছবিটি ভাইরাল হওয়ার পর তার পরিবার তানিলকে সনাক্ত করে।


Ads