বাংলাদেশি শ্রমিকদের অন্যতম বড় শ্রমবাজার ওমান। দেশটিতে জনসংখ্যা রয়েছে প্রায় ৫০ লাখের মতো।
বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে,ওমানে ২০ লাখের মতো প্রবাসী শ্রমিক রয়েছে, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা সাত লাখের উপরে। সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা দেয়া স্থগিত করেছে দেশটি। তবে বাংলাদেশি শ্রমিকরা নিয়ম শৃঙ্খলা না মানায় ওমানে ভিসা বন্ধ রয়েছে বলে জানান, ওমান বাংলাদেশ সোস্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। এদিকে,বাহরাইনে রয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার প্রবাসী। তবে তাদের মধ্যে অবৈধ হয়ে পড়াদের ধরপাকড় করছে দেশটির প্রশাসন।
আর,কাতারে বিশ্বকাপ পরবর্তীতে কোন নতুন প্রজেক্ট না খোলায় চাকরি হারিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখিন, দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। বর্তমান পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের দক্ষ হয়ে যাওয়ার পরামর্শ বিশিষ্টজনদের।