আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসেছেন জানিয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, তবে, এখনও যারা আন্দোলনে আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সসরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবিলম্বে ক্লাস-পরীক্ষায় ফিরতে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে ফিরে আসতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়া এই আন্দোলনের নামে নারী ও নৃতাত্ত্বিকদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে, একই ইস্যুতে কথা বলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।