পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা। ব্যাচেলর এবং ফ্যামিলিসহ দেশটিতে বসবাস করা প্রায় লক্ষাধিক বাংলাদেশী এবারের ঈদের প্রস্তুতি নিচ্ছেন। পরিবার-পরিজন ছাড়া প্রবাসের মাটিতে ঈদ করাটা কষ্ট হলেও সকলের আনন্দ উল্লাসের মাধ্যমে সেটা ভূলতে চান তারা। তাই প্রছন্দের পাঞ্জাবি শাড়ি কিনতে তারা ভীড় জমাচ্ছেন বাংলাদেশী দোকানগুলোতে। তবে ফ্রান্সে বাংলাদেশী দোকান তেমন না থাকায় অল্প সংখ্যক দোকানই ভরসা প্রবাসীদের। তাদেরই অন্যতম একটি সাথী ফ্যাশন হাউজ দীর্ঘদিন যাবত দেশটির বাংলাদেশীদের সেবা দিয়ে আসছে। স্বল্প দামে দোকানটিতে বাংলাদেশী কাপড় কিনতে পেরে খুশি স্থানীয় বাংলাদেশিরাও।