দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জনেও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এই রেমিট্যান্স যোদ্ধারা। কিন্তু দেশের নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম থেকে বরাবর বঞ্চিত হচ্ছেন এ বাংলাদেশীরা। সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনেও সেই সুযোগ না পাওয়া এ অভিবাসীরা জানিয়েছেন ভোটাধিকার নিশ্চিতের আহবান।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রবাসীরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে দেশের জাতীয় নির্বাচনসহ নানা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন এই বাংলাদেশীরা।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে সরকার গঠনের এই নির্বাচনে বরাবরই ভোট দেয়া থেকে বঞ্চিত হয়েছেন রেমিটেন্সযোদ্ধারা। এতে নিজেদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ করছেন তারা।
এদিকে দেশের আইনগত ত্রুটির কারণে প্রবাসীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ।
তবে সকল আইনের উর্ধে রেখে প্রবাসে থেকেই ইলেক্ট্রনিক প্রদ্ধতির মাধ্যমে ভোটাধিকারের সুযোগ চান এই বাংলাদেশীরা।
জীবিকার তাগিদে অন্তত ১৭০টি দেশে বসবাস করছেন বাংলাদেশীরা। এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে উৎসবমুখর নির্বাচন সৃষ্টির আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।