প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২ , ১৩:৪৪ | ঢাকা নিউজরুম (এজে)
চলতি বছরের শুরু থেকেই অনিয়মিত অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে করছে তুরস্ক ৷ সর্বশেষ আরও চারশ ১৩ জন অনিয়মিত অভিবাসীকে আফগানিস্তান এবং মরক্কোতে ফেরত পাঠানো হলো৷ এসকল অভিবাসী তুরস্কে ‘অবৈধভাবে’ অবস্থান করার সময় আটক হয়েছিলেন বলে জানায় আঙ্কারা৷
গত মাসে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এদেরনে থেকে আটক হওয়া অভিবাসীদের মধ্যে ৪১৩ জন অনিয়মিত অভিবাসীকে বহিষ্কার বা ডিপোর্ট করা হয়েছে৷
বহিষ্কার প্রক্রিয়ার অংশ হিসেবে, অভিবাসীদের জন্য নির্ধারিত তুরস্কের সরকারি আইন প্রয়োগকারী সংস্থার ইউনিট সংশ্লিষ্টদের এদেরনে প্রদেশের কেন্দ্রীয় অপসারণ কেন্দ্রে নিয়ে যায়৷ পরবর্তীতে সেখান থেকে তাদেরকে বিশেষ ফ্লাইটে আফগানিস্তান ও মরক্কোতে ফেরত পাঠানো হয়৷
চলতি বছরের শুরু থেকে এদেরনে প্রদেশের অপসারণ কেন্দ্র থেকে চার হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে৷
তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের মতে, চলতি বছর এখন পর্যন্ত ৯৭ হাজার ৪৪৮ জন অনিয়মিত অভিবাসীকে বিতাড়িত করা হয়েছে৷ এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দেড়শ শতাংশ বেশি৷
যুদ্ধ এবং নিপীড়ন থেকে পালিয়ে ইউরোপে নতুন জীবন শুরু করার আশায় সীমান্ত পাড়ি দিতে চাওয়া অভিবাসীরা তুরস্ককে মূল ট্রানজিট দেশ হিসেবে বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছে৷
চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তুরস্কে দুই লাখেরও বেশি অনিয়মিত অভিবাসী ধরা পড়েছে৷ বিপরীতে, ২০২১ সালের পুরো বছর জুড়ে এই সংখ্যাটি ছিল এক রাখ ৬৩ হাজার৷
এই বছর ধরা পড়া অনিয়মিত অভিবাসীদের মধ্যে শীর্ষে আছে আফগান নাগরিকেরা৷ প্রায় ৮৭ হাজার অভিবাসী আফগানিস্তান থেকে ইরান হয়ে তুরস্কে প্রবেশ করে আটক হয়েছেন৷
দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরীয় অভিবাসীরা৷ এই সময়ে ২৯ হাজার ৬০০ সরীয়কে আটক করেছে তুরস্ক৷ এছাড়া, ১৩ হাজার অনিয়মিত অভিবাসীর গ্রেপ্তার নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের নাগরিকেরা৷
এসব আনুষ্ঠানিক বহিষ্কার ছাড়াও তুরস্কে কর্তৃপক্ষের বিরুদ্ধে ইরানে অভিবাসীদের জোরপূর্বক পুশব্যাক করার অসংখ্য অভিযোগ রয়েছে৷
সম্প্রতি বহু বাংলাদেশি অভিবাসীরা অভিযোগ করেছেন, তাদেরকে ইস্তাম্বুলসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তুরস্কের বাহিনী ইরান সীমান্তে মাফিয়াদের হাতে পুশব্যাক করেছে৷
এ ব্যাপারে তুরস্কের আশ্রয় ও অভিবাসন মন্ত্রনালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে ইনফোমাইগ্রেন্টসের পক্ষ থেকে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি৷ সূত্র-ইনফোমাইগ্রেন্টস