নির্বাচন ঘিরে বিবিসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন ৭ দলের নেতাগণ। লেবার দল থেকে যোগ দেন এঞ্জেলা রেইনার, কনজারভেটিভ পার্টির পেনি মর্ডান, এসএনপির স্টীপের ফ্লিন, লিবডেমের ডেইজি কুপার, রিফর্ম ইউকের নাইজে ফারাজ, প্লেড কামরোর রোন এপ লোর্থ এবং গ্রীন পার্টির কার্লা ডেনিয়ার। বিতর্কের শুরুতেই উঠে আসে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সংস্কারের বিষয়। এসময় ডি ডের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগে বের হয়ে যাওয়ার বিষয়টি ভুল ছিলো বলে স্বীকার করেছেন পেনি মডার্ণ। এরপর সব দলের নেতারা অংশ নেন স্বাস্থ্য সেবার প্রধান খাত এনএইচএস সংস্কার ইস্যুতে। এসময় টরি সরকার এনএইচএস কে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেন লেবার দলসহ অন্যান্য দলের নেতারা। বিতর্কে স্থান পায় ইমিগ্রেশন ইস্যু।