আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে শরীয়তপুরের কাচিঁকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে এইচ এম কামরুল ইসলামকে বিজয়ী করতে ইতালীর নাপলীতে বসবাসরত কাচিঁকাটা ইউনিয়নবাসী গণসংযোগ করেছেন।
পরে আলোচনা সভায় প্রবাসী কাচিঁকাটাবাসী বলেন, একটি দেশ, সমাজ ও জাতীকে উন্নয়নের শিখরে নিতে সৎ ও যোগ্য ব্যক্তির কোন বিকল্প নেই। এসময়ে তারা কামরুল ইসলামের জন্য প্রবাস থেকে সব ধরনের সহযোগিতার কথা ব্যক্ত করেন। স্থানীয় একটি হলরুমে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন সাদেকুর রহমান তুষার, মামুন আলম মাহবুব, নাজমুল হোসেন সহ অনেকে। এসময়ে সভায় বক্তারা প্রার্থী কামরুল ইসলামের জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও পছন্দের প্রার্থী হিসেবে কামরুল ইসলামকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে আহবান জানান তারা।