যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে এ ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে উত্তর-পূর্বাঞ্চলের সব বাড়িঘর। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে। কেবল নিউইয়র্কই নয়, নিউ জার্সি, ফিলাডেলফিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও নেওয়ার্ক বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করে রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল জানিয়েছেন, প্রাণহানিকর কোনও পরিস্থিতি দেখা দেয়নি কিংবা রাজ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।