ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে ছুরি হামলা চালিয়ে তিন শিশুকে হত্যার পর থেকে ব্রিটেনের বিভিন্ন শহরে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এসব সহিংস বিশৃঙ্খলার ঘটনায় পুলিশ আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন সম্পত্তির ক্ষয়ক্ষতি করা হয়েছে। রবিবারও ব্রিটেনের বিভিন্ন যায়গায় তান্ডব চালিয়েছে বর্ণবাদীরা। সাউথপোর্টে শিশুদের নাচের ক্লাসে ছুরি হামলার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন একজন ‘উগ্র ইসলামপন্থি অভিবাসী’, অনলাইনে দ্রুত এমন গুজব ছড়িয়ে পড়ার পর ব্রিটেনের বিভিন্ন শহর ও নগরে শত শত অভিবাসনবিরোধী বিক্ষোভকারী দাঙ্গায় জড়িয়ে পড়ে। যদিও ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী ওই ব্যক্তি খ্রীষ্টান ধর্মাবলম্বী। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বর্ণবাদীদের হুশিয়ার করে দিয়ে বলেছেন, ব্রিটেনের মাটিতে মাস্তানি করা চলবে না। সন্ত্রাস সৃষ্টি করলে তার জন্যে চরম মূল্য দিতে হবে। এ পর্যন্ত একশ চল্লিশ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বোল্টন,ওয়েমাথ, সাউথপোর্ট এবং মিডেলসবোরাসহ বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে পড়ে।