প্রকাশ: ০৫ মার্চ ২০২২ , ১৩:৫১ | ঢাকা নিউজরুম (ইডি)
ইউক্রেনের খারকিভ মেডিকেল ইন্সটিটিউটে এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র বাংলাদেশি রোহান চৌধুরি।
বোনের বিয়েতে অংশ নিতে ২৬শে ফেব্রুয়ারি দেশে ফেরার কথা থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আটকা পড়েছেন তিনি।
গেল কয়েক দিনের যুদ্ধ পরিস্থিতিতে কার্ফিউ থাকায় ঘরের বাইরে যাওয়া বন্ধ।
দিনের বেলা সীমিত সময়ের জন্য কার্ফিউ শীতিল হলে খাবার আর জরুরি কাজ সারতে বাইরে যাওয়া যায়।
কিন্তু খাবার কিনতে গিয়ে দেখা যায় দোকান বা শপিংমলগুলোতে খাবারের সংকট।
এদিকে পূর্ব-ইউক্রেন সীমান্তের কাছাকাছি হওয়ায় এই আটক অবস্থা থেকে পোল্যান্ড সীমান্তের দিকে রওনা দিবেন সে সাহসও পাচ্ছেন না রোহান।
তার মনে রাশিয়ান সীমান্ত দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালালে সেটা সহজ হবে।