চলছে ব্রিটেনের জাতীয় নির্বাচনের ভোট গ্রহন। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহন শেষ হবে রাত দশটায়। বিভিন্ন কারণে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভঙ্গুর অর্থনীতি, জীবনযাপনে ব্যয়ের বোঝা এবং অভিবাসন ও গাজা যুদ্ধসহ বৈশ্বিক বাস্তবতায়, এক কঠিন সময়ে সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন বিশ্বের ষষ্ঠ অর্থনীতির দেশ যুক্তরাজ্যের ভোটাররা। এর আগে প্রায় দেড় মাস ধরে ৯৫টি দল ও স্বতন্ত্র মিলে রেকর্ড ৪ হাজার ৫১৫ প্রার্থীর ভোট চাওয়ার পালা শেষ হয় বুধবার। নির্বাচনে প্রাথমিক জরিপে এগিয়ে রয়েছে লেবার দল। এক্সিট পুল ইউগভের জরিপ মতে, এবার লেবার দল জয় লাভ করতে পারে ৪৩১ আসনে। আগের বারের নির্বাচনের চেয়ে প্রায় ২২৯ টি বেশি আসন পেতে পারে দলটি। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেতে পারে ১০২ আসন। এ হিসেবে দলটি গত নির্বাচনের তুলনায় ২৬৩ টি আসন কম পেতে পারে। এতে করে দলটি অস্তিত্ব সংকটে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। আর লিবারেল ডেমোক্রেট নতুন ৬১ আসনসহ মোট ৭২ টি আসন পেতে পারে। এছাড়াও এসএনপি পেতে পারে ১৮ টি, রিফর্ম ইউকে পেতে পারে ৩টি এবং গ্রীন পার্টি ২ টি আসন পেতে পারে। বুধবার প্রধান দুই রাজনৈতিক দল লেবার নেতা স্যার কিয়ার স্টারমার এবং টরি নেতা ঋষি সুনাক নির্বাচনের আগ মুহুর্তে ভোটারদের প্রতি নিজেদের পক্ষে শেষ প্রচারণা চালান।